ঢাকা , বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হঠাৎ মুম্বাই বিমানবন্দরে উইল স্মিথ

  • পোস্ট হয়েছে : ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
  • 66

বিজনেস আওয়ার প্রতিবেদক : হঠাৎ করেই মুম্বাই বিমানবন্দরে দেখা গেলো জনপ্রিয় হলিউড অভিনেতা উইল স্মিথকে। অস্কার মঞ্চে সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মেরে আলোচনায় আসে এই অভিনেতা।

অস্কার মঞ্চে থাপ্পড় কাণ্ডের পর জনসম্মুখে আসেননি উইল স্মিথ। শনিবার (২৩ এপ্রিল) মুম্বাই বিমানবন্দরে হঠাৎ তাকে দেখে বেশ অবাক হয় সবাই। এক আধ্যাত্মিক গুরুর সঙ্গে ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একে-অপরের সঙ্গে কথা বলছিলেন আর হাসছিলেন তারা। বিমানবন্দরে ফটোসাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন উইল স্মিথ। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন তিনি। জুহুর জেডাব্লিউ ম্যারিয়ট হোটেলে ওঠেন এই অভিনেতা।

এর আগেও অনেকবারই ভারতে এসেছেন উইল স্মিথ। বেনারসের গঙ্গা আরতিতে সামিল হয়েছেন। আধ্যাত্মিক গুরু সাধগুরুর সঙ্গে দেখা করেছেন। তবে এবার তার আসার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

গত ২৮ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল ৯৪তম অস্কারের আসর। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জনপ্রিয় কমেডিয়ান ক্রিস রক। মঞ্চে অভিনেতা উইল স্মিথের স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে কৌতুক করেন তিনি। তবে বিষয়টি হালকাভাবে নেননি দর্শকসারিতে বসে থাকা উইল স্মিথ। মঞ্চে গিয়ে ক্রিস রকের গালে কষে এক থাপ্পড় মারেন এই অভিনেতা। আকস্মিক এই ঘটনায় চমকে যান আয়োজক ও উপস্থিত অতিথিরা।

যদিও পরে ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে উইল স্মিথ এক বিবৃতিতে লেখেন, ‘আমি জনসমক্ষে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্রিস। নিজের সীমা অতিক্রম করে গিয়েছিলাম। আমি ভুল করেছি। আমার কাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যেমন মানুষ হতে চাই, এটা তার পরিচয় নয়। ভালোবাসা ও দয়ার পৃথিবীতে সহিংসতার কোনো স্থান নেই।’

পরে উইল স্মিথকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সেস বা অস্কার কর্তৃপক্ষ। অ্যাকাডেমির গভর্নর বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৮ এপ্রিল ২০২২ থেকে ১০ বছরের জন্য উইল স্মিথ অ্যাকাডেমির কোনো অনুষ্ঠানে সশরীরে বা ভার্চুয়ালি অংশগ্রহণ করতে পারবেন না। তবে সিনেমার জন্য মনোনীত হতে এবং পুরস্কার জিততে পারবেন।

বিজনেস আওয়ার/২৪ এপ্রিল, ২০২২/এন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

হঠাৎ মুম্বাই বিমানবন্দরে উইল স্মিথ

পোস্ট হয়েছে : ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : হঠাৎ করেই মুম্বাই বিমানবন্দরে দেখা গেলো জনপ্রিয় হলিউড অভিনেতা উইল স্মিথকে। অস্কার মঞ্চে সঞ্চালক ক্রিস রককে থাপ্পড় মেরে আলোচনায় আসে এই অভিনেতা।

অস্কার মঞ্চে থাপ্পড় কাণ্ডের পর জনসম্মুখে আসেননি উইল স্মিথ। শনিবার (২৩ এপ্রিল) মুম্বাই বিমানবন্দরে হঠাৎ তাকে দেখে বেশ অবাক হয় সবাই। এক আধ্যাত্মিক গুরুর সঙ্গে ছিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, একে-অপরের সঙ্গে কথা বলছিলেন আর হাসছিলেন তারা। বিমানবন্দরে ফটোসাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন উইল স্মিথ। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন তিনি। জুহুর জেডাব্লিউ ম্যারিয়ট হোটেলে ওঠেন এই অভিনেতা।

এর আগেও অনেকবারই ভারতে এসেছেন উইল স্মিথ। বেনারসের গঙ্গা আরতিতে সামিল হয়েছেন। আধ্যাত্মিক গুরু সাধগুরুর সঙ্গে দেখা করেছেন। তবে এবার তার আসার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

গত ২৮ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল ৯৪তম অস্কারের আসর। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন জনপ্রিয় কমেডিয়ান ক্রিস রক। মঞ্চে অভিনেতা উইল স্মিথের স্ত্রীর ন্যাড়া মাথা নিয়ে কৌতুক করেন তিনি। তবে বিষয়টি হালকাভাবে নেননি দর্শকসারিতে বসে থাকা উইল স্মিথ। মঞ্চে গিয়ে ক্রিস রকের গালে কষে এক থাপ্পড় মারেন এই অভিনেতা। আকস্মিক এই ঘটনায় চমকে যান আয়োজক ও উপস্থিত অতিথিরা।

যদিও পরে ক্রিস রকের কাছে ক্ষমা চেয়ে উইল স্মিথ এক বিবৃতিতে লেখেন, ‘আমি জনসমক্ষে তোমার কাছে ক্ষমা চাইছি, ক্রিস। নিজের সীমা অতিক্রম করে গিয়েছিলাম। আমি ভুল করেছি। আমার কাণ্ডের জন্য আমি লজ্জিত। আমি যেমন মানুষ হতে চাই, এটা তার পরিচয় নয়। ভালোবাসা ও দয়ার পৃথিবীতে সহিংসতার কোনো স্থান নেই।’

পরে উইল স্মিথকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সেস বা অস্কার কর্তৃপক্ষ। অ্যাকাডেমির গভর্নর বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ৮ এপ্রিল ২০২২ থেকে ১০ বছরের জন্য উইল স্মিথ অ্যাকাডেমির কোনো অনুষ্ঠানে সশরীরে বা ভার্চুয়ালি অংশগ্রহণ করতে পারবেন না। তবে সিনেমার জন্য মনোনীত হতে এবং পুরস্কার জিততে পারবেন।

বিজনেস আওয়ার/২৪ এপ্রিল, ২০২২/এন

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: