বিনোদন ডেস্ক : এবারের ঈদে নাট্যকার শফিকুর রহমান শান্তনুর লেখা আটটি নাটক বিভিন্ন মাধ্যমে প্রচার হবে। এই ছয় নাটক পরিচালনা করেছেন ছয় জন নির্মাতা। এরমধ্যে আরটিভিতে প্রচার হবে পাঁচটি নাটক। একটি নাটক প্রচারিত হবে এনটিভিতে। বাকি দুটি নাটক প্রচারিত হবে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে।
আনিসুর রহমান রাজিবের পরিচালনায় ‘করোনার দিনগুলিতে প্রেম’ ঈদের দিন রাত ১১টা ৩৫ মিনিটে, মাহমুদ হাসান রানার পরিচালনায় ‘কিভাবে ধনী হবেন’ ঈদের ষষ্ঠ দিন রাত ৯টায়, জাকিউল ইসলাম রিপনের পরিচালনায় ‘লেটম্যান’ ঈদের সপ্তম দিন রাত ৯টায়, মাহমুদ হাসান রানার পরিচালনায় ‘মিথ্যে ঘটনা অবলম্বনে’ এবং শাহনেওয়াজ শরীফের পরিচালনায় অনুনাটক ‘অন্য সময়’ আরটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে।
এছাড়া সরদার রোকনের পরিচালনায় ‘দহরম মহরম’ এনটিভিতে ঈদের পঞ্চম দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে। দীপু হাজরার পরিচালনায় অনলাইন প্লাটফর্ম সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে ঈদের দিন সকাল ১১ টায় ‘সাক্ষী হাজির’ ও ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১১ টায় ‘বউ নিখোঁজ’ প্রচার হবে।
এ প্রসঙ্গে নাট্যকার শফিকুর রহমান শান্তনু বলেন, করোনা ভাইরাস মহামারির কারণে এবার ঈদের আমেজ তেমন নেই। তবে দর্শকদের ভিন্ন স্বাদের গল্পের নাটক উপহার দেওয়ার চিন্তা থেকেই বছরের শুরু থেকে কয়েকটি বিশেষ কাজ করেছি। আশা করি নাটকগুলো দেখে ঘরবন্দি দর্শকেরা মুগ্ধ হবেন।
বিজনেস আওয়ার/২৩ মে, ২০২০/এ