বিজনেস আওয়ার প্রতিবেদক : দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম শ্রমিক দিবস ও ঈদুল ফিতর এবং সাপ্তাহিক ছুটিতে টানা ৬ দিন বন্ধ থাকবে।
তবে ভারত থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
শনিবার (৩০ এপ্রিল) সকালে বিষয়টি জানিয়েছেন, হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
হারুন উর রশিদ হারুন জানান, পবিত্র ঈদুল ফিতর, আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং সাপ্তাহিক ছুটির কারণে ৬ দিন এ বন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরও জানান, আগামীকাল রোববার ১ মে থেকে ৬ মে শুক্রবার পর্যন্ত ভারত থেকে এ বন্দরে কোন পণ্যবাহী ট্রাক প্রবেশ করবে না। ৬ দিন বন্ধের পর আগামী শনিবার থেকে আবারও এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হবে।
বিজনেস আওয়ার/৩০ এপ্রিল, ২০২২/কমা