ঢাকা , মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেনকে ৩৮০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র

  • পোস্ট হয়েছে : ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র দেশটিকে ৩৮০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনকে সর্বশেষ দেড়শ মিলিয়ন মার্কিন নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার পর দেশটির মোট মার্কিন সহায়তার পরিমান ৩৮০ কোটি মার্কিন ডলারে পৌঁছায় বলে বিঙ্কেন শনিবার জানান।

এক বিবৃতিতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দিয়ে বিঙ্কেন বলেন, আমরা ইউক্রেনের স্বাধীনতা রক্ষার জন্য কার্যকরভাবে ব্যবহার করা অস্ত্র সরবরাহ করতে থাকব।

অন্যদিকে ইউক্রেনকে সাতটি দূরপাল্লার হাউইটজার কামান সরবরাহ করবে জার্মানি। শুক্রবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এই তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। আগামী সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের এই অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন ল্যামব্রেখট।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

বিজনেস আওয়ার/০৭ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইউক্রেনকে ৩৮০ কোটি ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র

পোস্ট হয়েছে : ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ মে ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র দেশটিকে ৩৮০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনকে সর্বশেষ দেড়শ মিলিয়ন মার্কিন নিরাপত্তা সহায়তা প্যাকেজ দেওয়ার পর দেশটির মোট মার্কিন সহায়তার পরিমান ৩৮০ কোটি মার্কিন ডলারে পৌঁছায় বলে বিঙ্কেন শনিবার জানান।

এক বিবৃতিতে ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ঘোষণা দিয়ে বিঙ্কেন বলেন, আমরা ইউক্রেনের স্বাধীনতা রক্ষার জন্য কার্যকরভাবে ব্যবহার করা অস্ত্র সরবরাহ করতে থাকব।

অন্যদিকে ইউক্রেনকে সাতটি দূরপাল্লার হাউইটজার কামান সরবরাহ করবে জার্মানি। শুক্রবার জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট এই তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। আগামী সপ্তাহে ইউক্রেনীয় সেনাদের এই অস্ত্র চালনার প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন ল্যামব্রেখট।

এর আগেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনকে ১ হাজার ট্যাংক বিধ্বংসী অস্ত্র ও ৫০০ ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছিলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ।

বিজনেস আওয়ার/০৭ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: