বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ কমিশনারদের দায়িত্ব পুন:বণ্টন করে দেওয়া হয়েছে। রবিবার (০৮ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত চিঠির মাধ্যমে কমিশনারদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জানানো হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম প্রশাসন ও অর্থ (এঅ্যান্ডএফ), আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ (আইএডি) ও কমিশন সচিবালয়ের দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনি চেয়ারম্যান হিসেবে সব বিভাগের তদারকি করবেন।
ক্যাপিটাল ইস্যু বিভাগসহ (সিআই) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ দায়িত্ব পালন করবেন সুপারিভশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেট অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজ বিভাগ (এসআরএমআইসি), সার্ভেইল্যান্স বিভাগ ও ফিন্যান্সিয়াল লিটারেসি বিভাগ।
আরও পড়ুন……
ছয় ব্যাংকের মুনাফা ৯৬৯ কোটি টাকা হলেও শেয়ারহোল্ডারদের দেবে না ১ টাকা
কমিশনার ড. মো: মিজানুর রহমানকে দেওয়া হয়েছে মিউচ্যুয়াল ফান্ড ও এসপিভি বিভাগ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগ (সিএফডি), ম্যানেজমেন্ট ইনফরমেশন সিষ্টেমস বিভাগ (এমআইএস), গবেষণা ও উন্নয়ন বিভাগ এবং ইন্টারনাল অডিট বিভাগ।
কমিশনারদের মধ্যে আব্দুল হালিম সামলাবেন সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিজ বিভাগ (এসআরআই), সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম বিভাগ (সিডিএস), এনফোর্সমেন্ট বিভাগ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি), অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টস (এপিএ), জাতীয় শুদ্ধাচার কৌশল, প্রজেক্ট এবং ইনোভেশন।
নতুন নিয়োগ পাওয়া কমিশনার ড. রুমানা ইসলাম দেখবেন আইন বিভাগ, ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ এবং অ্যান্টি মানি লন্ডারিং অ্যান্ড সিএফটি।
বিজনেস আওয়ার/০৮ মে, ২০২২/আরএ
One thought on “কমিশনারদের দায়িত্ব পুন:বণ্টন”