ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ইউক্রেন সফর করলেন ট্রুডো

  • পোস্ট হয়েছে : ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
  • 43

বিজনেস আওয়ার প্রতিবেদক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেন সফর করছেন। রবিবার (৮ মে) ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান তিনি। এরপর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউক্রেনকে নতুন করে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দেন তিনি।

রয়টার্স জানায়, কিয়েভ পৌঁছানোর পর প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রুডো। এরপর এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেন, আজ আমি আরও সামরিক সহযোগিতার ঘোষণা করছি। ইউক্রেনকে আরও ড্রোন ক্যামেরা, স্যাটেলাইট ইমেজারি, ছোট্ট অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।

ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর ইউক্রেনকে ১১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে কানাডা সরকার।

ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় কানাডা রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ট্রুডো। তিনি বলেন, রাশিয়ার প্রতিরক্ষা খাত ও সরকারের সঙ্গে সংশ্লিষ ৪০ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আনছি আমরা। সূত্র: রয়টার্স।

বিজনেস আওয়ার/০৯ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ইউক্রেন সফর করলেন ট্রুডো

পোস্ট হয়েছে : ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মে ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেন সফর করছেন। রবিবার (৮ মে) ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান তিনি। এরপর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউক্রেনকে নতুন করে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দেন তিনি।

রয়টার্স জানায়, কিয়েভ পৌঁছানোর পর প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন ট্রুডো। এরপর এক সংবাদ সম্মেলনে কানাডার প্রধানমন্ত্রী বলেন, আজ আমি আরও সামরিক সহযোগিতার ঘোষণা করছি। ইউক্রেনকে আরও ড্রোন ক্যামেরা, স্যাটেলাইট ইমেজারি, ছোট্ট অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।

ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর ইউক্রেনকে ১১ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছে কানাডা সরকার।

ইউক্রেনে সামরিক অভিযান চালানোয় কানাডা রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ট্রুডো। তিনি বলেন, রাশিয়ার প্রতিরক্ষা খাত ও সরকারের সঙ্গে সংশ্লিষ ৪০ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আনছি আমরা। সূত্র: রয়টার্স।

বিজনেস আওয়ার/০৯ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: