আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সয়াবিন তেলের দাম না বাড়িয়ে উপায় ছিল না।
সোমবার (৯ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের উৎপাদকদের সঙ্গে বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েকদিন ধরেই তেলের দাম নিয়ে বিভিন্ন মিডিয়ায় খবর ছাপা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে যে তেলের দাম বেড়েছে তা নিয়ে কোনো পত্রিকা খবর প্রকাশ করল না।
টিপু মুনসি বলেন, নেপাল, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ প্রায় সব দেশেই তেলের দাম বেড়েছে। গত এক বা দেড় মাসে গ্লোবাল মার্কেটে দামের কেমন তারতম্য সেটা নিয়ে কোনো নিউজ করা হচ্ছে না।
আমরা মাত্র ১০ শতাংশ তেল উৎপাদন করি উল্লেখ করে মন্ত্রী বলেন, ৯০ শতাংশই বাইরে থেকে আসে। তাই আন্তর্জাতিক দাম বাড়ার সাথে দেশের মানুষকে অভ্যস্ত হতে হবে। ব্যবসায়ীর লাভ যেন যৌক্তিক হয় সে দায়িত্ব সরকারের। গণমাধ্যমের উচিৎ আন্তর্জাতিক বাজার সম্পর্কে জনগণকে অবহিত করা। তবে আন্তর্জাতিক বাজারের চেয়েও ২২ টাকা কমে তেল বিক্রি করছি আমরা।
বিজনেস আওয়ার/০৯ মে, ২০২২/কমা