বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির শেয়ারের প্রতি আগ্রহ হারিয়েছে বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার (১২ মে) লেনদেন শুরুর পর ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে। এতে করে ৪ কোম্পানির শেয়ার বিক্রি করার মতো বিনিয়োগকারী থাকলেও ক্রেতা পাওয়া যাচ্ছিল না।
পেপার প্রসেসিংয়ের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ২২২.১০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ২২১ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ২২১ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ২২৭.৩০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ২২৮.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ২১৬ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
এনআরবিসি ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর আগের ছিল ২৩.৯০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয়েছে ২২.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার দর ২২.৮০ টাকায় লেনদেন হয়েছে। এরপর কোম্পানিটির শেয়ারে বিক্রেতা থাকলেও ক্রেতা ছিল না।
বিজনেস আওয়ার/১১ মে, ২০২২/পিএস
Leave a Reply