ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

স্থগিত হলো খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি

  • পোস্ট হয়েছে : ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : খোলাবাজারে ১১০ টাকা লিটার সয়াবিন তেলসহ অন্যান্য পণ্য বিক্রি সোমবার (১৬ মে) থেকে শুরু করার কথা থাকলেও তা স্থগিত করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রবিবার (১৫ মে) রাতে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞ‌প্তি‌তে সংস্থাটি জানায়, এখন থে‌কে রাজধানীতেও শুধু ফ্যামিলি কার্ডে পণ্য দেওয়া হবে। টি‌সি‌বির খোলাবাজারে ট্রাকে করে আর পণ্য বিক্রি হবে না। তাই ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সোমবার (১৬ মে) থেকে খোলা বাজারে পণ্য বিক্রি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে‌ছে, ‌টি‌সি‌বির বিক্রয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং প্রকৃত সুবিধাভোগীর নিকট নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছানোর লক্ষ্যে সরকার নীতিগতভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসব প‌ণ্যের ম‌ধ্যে র‌য়ে‌ছে ভোজ্যতেল, মশুর ডাল ও চিনি।

আগামী জুন মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি নিম্নআয়ের পরিবারের নিকট টিসিবি কর্তৃক ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে বলে টিসিবির মুখপাত্র হুমায়ূন ক‌বির জানায়।

এতদিন রাজধানীতে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সারাদেশের নিম্নআয়ের পরিবারের মাঝে সাশ্রয়ী ও ভর্তুকিমূল্যে এসব পণ্য বিক্রি করেছে সরকারি এ বিপণন সংস্থা। যা রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাকে করে ভ্রাম্যমাণভাবে বিক্রি করা হতো। ফ্যামিলি কার্ড প্রবর্তনের কারণে এ সুযোগ এখন আর থাকছে না।

বিজনেস আওয়ার/১৬ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

স্থগিত হলো খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি

পোস্ট হয়েছে : ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : খোলাবাজারে ১১০ টাকা লিটার সয়াবিন তেলসহ অন্যান্য পণ্য বিক্রি সোমবার (১৬ মে) থেকে শুরু করার কথা থাকলেও তা স্থগিত করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রবিবার (১৫ মে) রাতে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞ‌প্তি‌তে সংস্থাটি জানায়, এখন থে‌কে রাজধানীতেও শুধু ফ্যামিলি কার্ডে পণ্য দেওয়া হবে। টি‌সি‌বির খোলাবাজারে ট্রাকে করে আর পণ্য বিক্রি হবে না। তাই ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সোমবার (১৬ মে) থেকে খোলা বাজারে পণ্য বিক্রি স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে‌ছে, ‌টি‌সি‌বির বিক্রয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা এবং প্রকৃত সুবিধাভোগীর নিকট নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছানোর লক্ষ্যে সরকার নীতিগতভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসব প‌ণ্যের ম‌ধ্যে র‌য়ে‌ছে ভোজ্যতেল, মশুর ডাল ও চিনি।

আগামী জুন মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি নিম্নআয়ের পরিবারের নিকট টিসিবি কর্তৃক ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে বলে টিসিবির মুখপাত্র হুমায়ূন ক‌বির জানায়।

এতদিন রাজধানীতে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে সারাদেশের নিম্নআয়ের পরিবারের মাঝে সাশ্রয়ী ও ভর্তুকিমূল্যে এসব পণ্য বিক্রি করেছে সরকারি এ বিপণন সংস্থা। যা রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাকে করে ভ্রাম্যমাণভাবে বিক্রি করা হতো। ফ্যামিলি কার্ড প্রবর্তনের কারণে এ সুযোগ এখন আর থাকছে না।

বিজনেস আওয়ার/১৬ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: