ঢাকা , শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ড্র করেও লা লিগায় দ্বিতীয় বার্সা

  • পোস্ট হয়েছে : ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • 4

বিজনেস আওয়ার প্রতিবেদক : গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করেও লা লিগায় দ্বিতীয় স্থান নিশ্চিত করল বার্সেলোনা। আর বার্সেলোনার সঙ্গে ড্র করে আগামী মৌসুমে লা লিগায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে গেটাফে। ঘরের মাঠে সে জন্যই জাভির বার্সেলোনার সামনে এদিন কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল তারা।

ম্যাচজুড়ে বলদখলের লড়াইয়ে বার্সেলোনা এগিয়ে থাকলেও শট এবং গোলমুখে শট নেওয়ার দিক দিয়ে বার্সেলোনার চেয়ে বেশি এগিয়ে ছিল গেটাফে। বার্সেলোনার পাঁচটি শটের বিপরীতে ৯টি শট নিয়েছে গেটাফে, যার তিনটি ছিল লক্ষ্যে। আর মেমফিস ডিপায়, ফেরান তোরেস, পিয়ের-এমেরিক অবামেয়াংদের দিয়ে গড়া আক্রমণভাগ পুরো ৯০ মিনিটে মাত্র একবার গেটাফের গোলমুখে শট নিতে সক্ষম হয়েছে।

খেলার ৪৮ মিনিটে অবামেয়াংয়ের ব্যাকহিল পাস ধরে তোরেস গেটাফে গোলরক্ষক ডেভিড সোরিয়ার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠানোর চেষ্টা করেন। তবে নিজের লাইনে দাঁড়ানো গেটাফে গোলরক্ষক সেই চেষ্টা সহজেই নস্যাৎ করেছেন। পুরো এটিই ছিল লক্ষ্যে বার্সেলোনার একমাত্র অন টার্গেট শট।

৩৭ ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট পাওয়া বার্সেলোনা মৌসুমের শেষ ম্যাচ খেলবে ২২ মে ভিয়ারিয়ালের বিপক্ষে। এই ম্যাচে ড্র করে অবনমন থেকে বেঁচে যাওয়া গেটাফে এখন ৩৭ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে রয়েছে, তাদের শেষ ম্যাচ এলচের বিপক্ষে।

বিজনেস আওয়ার/১৬ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ড্র করেও লা লিগায় দ্বিতীয় বার্সা

পোস্ট হয়েছে : ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করেও লা লিগায় দ্বিতীয় স্থান নিশ্চিত করল বার্সেলোনা। আর বার্সেলোনার সঙ্গে ড্র করে আগামী মৌসুমে লা লিগায় নিজেদের অবস্থান নিশ্চিত করেছে গেটাফে। ঘরের মাঠে সে জন্যই জাভির বার্সেলোনার সামনে এদিন কঠিন প্রতিরোধ গড়ে তুলেছিল তারা।

ম্যাচজুড়ে বলদখলের লড়াইয়ে বার্সেলোনা এগিয়ে থাকলেও শট এবং গোলমুখে শট নেওয়ার দিক দিয়ে বার্সেলোনার চেয়ে বেশি এগিয়ে ছিল গেটাফে। বার্সেলোনার পাঁচটি শটের বিপরীতে ৯টি শট নিয়েছে গেটাফে, যার তিনটি ছিল লক্ষ্যে। আর মেমফিস ডিপায়, ফেরান তোরেস, পিয়ের-এমেরিক অবামেয়াংদের দিয়ে গড়া আক্রমণভাগ পুরো ৯০ মিনিটে মাত্র একবার গেটাফের গোলমুখে শট নিতে সক্ষম হয়েছে।

খেলার ৪৮ মিনিটে অবামেয়াংয়ের ব্যাকহিল পাস ধরে তোরেস গেটাফে গোলরক্ষক ডেভিড সোরিয়ার ওপর দিয়ে চিপ করে বল জালে পাঠানোর চেষ্টা করেন। তবে নিজের লাইনে দাঁড়ানো গেটাফে গোলরক্ষক সেই চেষ্টা সহজেই নস্যাৎ করেছেন। পুরো এটিই ছিল লক্ষ্যে বার্সেলোনার একমাত্র অন টার্গেট শট।

৩৭ ম্যাচ থেকে ৭৩ পয়েন্ট পাওয়া বার্সেলোনা মৌসুমের শেষ ম্যাচ খেলবে ২২ মে ভিয়ারিয়ালের বিপক্ষে। এই ম্যাচে ড্র করে অবনমন থেকে বেঁচে যাওয়া গেটাফে এখন ৩৭ ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে রয়েছে, তাদের শেষ ম্যাচ এলচের বিপক্ষে।

বিজনেস আওয়ার/১৬ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: