বিজনেস আওয়ার প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছে। এঘটনায় আরো অনেকে আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১৫ মে) বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বেশ কয়েকজনকে গুলি করা হয়েছে। তবে কতজন হতাহত হয়েছেন তাৎক্ষণিক সঠিক হিসাব এখনো জানা যায়নি। এ ছাড়া অভিযুক্ত বন্দুকধারীকে আটক করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।
ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলস শহরের অরেঞ্জ কাউন্টির শেরিফের দপ্তর টুইট বার্তায় জানায়, রবিবার বিকেলে স্থানীয় জেনেভা প্রিসবেটেরিয়ান গির্জায় বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতের সবাই প্রাপ্তবয়স্ক।
উল্লেখ্য, নিউইয়র্কের বাফেলো শহরে একটি সুপারমার্কেটে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ১০ জন নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটল।
বিজনেস আওয়ার/১৬ মে, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: