ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

একুশ সালের ব্যবসায় ৫ কোম্পানির শুধু বোনাস ঘোষণা

  • পোস্ট হয়েছে : ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও ২০২১ সালের ব্যবসায় ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিগুলোকে শাস্তির আওতায় পড়তে হবে। যে কোম্পানিগুলোর ৯৩০ কোটি টাকা মুনাফা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের মাঝে ১ টাকাও বিতরন করা হবে না।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক ও রূপালি ব্যাংক।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এই বিধান সত্ত্বেও গত ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত সময়ে লভ্যাংশ ঘোষণা করা ৮৯টি কোম্পানির মধ্যে ৫টির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের শুধুমাত্র বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ৩৪৯ কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৬১০ টাকার বোনাস শেয়ার দেবে।

বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় কোম্পানিগুলোকে ৩৪৯ কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৬১০ টাকার উপরে ১০ শতাংশ হারে ৩৪ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৭৬১ টাকার অতিরিক্ত কর প্রদান করতে হবে।

আরও পড়ুন….
শেয়ারবাজারের ব্যাংকগুলোর ২১ সালের ব্যবসায় নিট মুনাফা বেড়ে ৮৩৫৮ কোটি টাকা

এদিকে বোনাস শেয়ারের ক্ষেত্রে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও কঠোর অবস্থানে। বিএসইসির নির্দেশনা অনুযায়ি, তালিকাভুক্ত কোম্পানিগুলো বিএমআরই (ব্যালেন্সিং, মডার্ণাইজেশন, রিহেবিলিটেশন ও এক্সপানশন), নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন ও পূণ:বিনিয়োগের জন্য বোনাস শেয়ার ইস্যু করতে পারবে। এছাড়া বোনাস শেয়ার ইস্যুর আগে বিএসইসির অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে।

নিম্নে ২০২১ সালের ব্যবসায় শুধু বোনাস শেয়ার ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামবোনাসের হারবোনাস শেয়ারের সংখ্যামুনাফা (কোটি টাকা)
ইউসিবি১০% বোনাস১২৭৮৩৯৬৯৫২৪৫.৪৫
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক১০% বোনাস৮১২৪৯৫৬৬২৯৭.৩৭
আইএফআইসি ব্যাংক৫% বোনাস৮৫০৪৩৩৭৮২৫৩.৪৩
ওয়ান ব্যাংক৫% বোনাস৪৬৭০২০২৩৮৪.০৬
রূপালি ব্যাংক২% বোনাস৯১১৭০৯৯৫০.১১
মোট ৩৪৯৯৫১৭৬১টি৯৩০.৪২ কোটি টাকা

এ বিষয়ে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সচিব মালিক মুন্তাসির রেজা বিজনেস আওয়ারকে বলেন, আসলে আমাদের ব্যবসা বাড়ছে এবং মূলধন বাড়ানোর নির্দেশনা আছে। এ কারনে বোনাস শেয়ার দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও সরকার যেহেতু শুধু বোনাসের উপর অতিরিক্ত কর দেওয়ার আইন করেছে, তাই দিতে হবে। কিছুতো করার নাই।

বিজনেস আওয়ার/১৬ মে, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

একুশ সালের ব্যবসায় ৫ কোম্পানির শুধু বোনাস ঘোষণা

পোস্ট হয়েছে : ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য মোট লভ্যাংশের অর্ধেক নগদ দেওয়ার বিধান করা হয়েছে। অন্যথায় অতিরিক্ত করারোপের শাস্তির আওতায় পড়তে হবে। এই বিধানের পরেও ২০২১ সালের ব্যবসায় ৫ কোম্পানির পরিচালনা পর্ষদ শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে। যাতে করে কোম্পানিগুলোকে শাস্তির আওতায় পড়তে হবে। যে কোম্পানিগুলোর ৯৩০ কোটি টাকা মুনাফা সত্ত্বেও শেয়ারহোল্ডারদের মাঝে ১ টাকাও বিতরন করা হবে না।

কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক ও রূপালি ব্যাংক।

২০১৯-২০ অর্থবছরের আয়কর পরিপত্র অনুযায়ি, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোকে কমপক্ষে বোনাস লভ্যাংশের সমপরিমাণ নগদ লভ্যাংশ দিতে হবে। যদি বোনাসের পরিমাণ নগদের চেয়ে বেশি হয়, তাহলে পুরো বোনাস শেয়ারের উপর ১০ শতাংশ হারে কর আরোপ করা হবে।

এই বিধান সত্ত্বেও গত ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত সময়ে লভ্যাংশ ঘোষণা করা ৮৯টি কোম্পানির মধ্যে ৫টির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের শুধুমাত্র বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ৩৪৯ কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৬১০ টাকার বোনাস শেয়ার দেবে।

বিধান অনুযায়ি, শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করায় কোম্পানিগুলোকে ৩৪৯ কোটি ৯৫ লাখ ১৭ হাজার ৬১০ টাকার উপরে ১০ শতাংশ হারে ৩৪ কোটি ৯৯ লাখ ৫১ হাজার ৭৬১ টাকার অতিরিক্ত কর প্রদান করতে হবে।

আরও পড়ুন….
শেয়ারবাজারের ব্যাংকগুলোর ২১ সালের ব্যবসায় নিট মুনাফা বেড়ে ৮৩৫৮ কোটি টাকা

এদিকে বোনাস শেয়ারের ক্ষেত্রে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও কঠোর অবস্থানে। বিএসইসির নির্দেশনা অনুযায়ি, তালিকাভুক্ত কোম্পানিগুলো বিএমআরই (ব্যালেন্সিং, মডার্ণাইজেশন, রিহেবিলিটেশন ও এক্সপানশন), নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন ও পূণ:বিনিয়োগের জন্য বোনাস শেয়ার ইস্যু করতে পারবে। এছাড়া বোনাস শেয়ার ইস্যুর আগে বিএসইসির অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে।

নিম্নে ২০২১ সালের ব্যবসায় শুধু বোনাস শেয়ার ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

কোম্পানির নামবোনাসের হারবোনাস শেয়ারের সংখ্যামুনাফা (কোটি টাকা)
ইউসিবি১০% বোনাস১২৭৮৩৯৬৯৫২৪৫.৪৫
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক১০% বোনাস৮১২৪৯৫৬৬২৯৭.৩৭
আইএফআইসি ব্যাংক৫% বোনাস৮৫০৪৩৩৭৮২৫৩.৪৩
ওয়ান ব্যাংক৫% বোনাস৪৬৭০২০২৩৮৪.০৬
রূপালি ব্যাংক২% বোনাস৯১১৭০৯৯৫০.১১
মোট ৩৪৯৯৫১৭৬১টি৯৩০.৪২ কোটি টাকা

এ বিষয়ে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সচিব মালিক মুন্তাসির রেজা বিজনেস আওয়ারকে বলেন, আসলে আমাদের ব্যবসা বাড়ছে এবং মূলধন বাড়ানোর নির্দেশনা আছে। এ কারনে বোনাস শেয়ার দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও সরকার যেহেতু শুধু বোনাসের উপর অতিরিক্ত কর দেওয়ার আইন করেছে, তাই দিতে হবে। কিছুতো করার নাই।

বিজনেস আওয়ার/১৬ মে, ২০২২/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: