ঢাকা , সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

উত্তর কোরিয়াতে করোনায় মৃত্যু ৫০ ছাড়ালো

  • পোস্ট হয়েছে : ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
  • 54

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন ঘোষণার কয়েকদিন পরই এবার রাজধানী পিয়ংইয়ংয়ে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি কিম জং উন। এছাড়া বিশ্ব থেকে বিচ্ছিন্ন এ দেশটিতে ১০ লাখের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম জানায়, কিম জং উন এই সপ্তাহে জরুরি পলিটব্যুরোর বৈঠকে অংশ নিয়েছেন। এ সময় তিনি ওষুধ সরবরাহ নিশ্চিত না করায় কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি সেনাবাহিনীর মেডিকেল কর্পসের একটি দলকে নামানোর নির্দেশ দেন। এদের কাজ হবে পিয়ংইয়ং সিটিতে ওষুধ সরবরাহ স্থিতিশীল করা।

গত বুধবার আনুষ্ঠানিকভাবে করোনা সংক্রমণের কথা স্বীকার করে উত্তর কোরিয়া। পরদিন বৃহস্পতিবার দেশটিতে লকডাউন জারি করা হয়।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা গত বছর উত্তর কোরিয়াকে লক্ষাধিক অ্যাস্ট্রাজেনেকা এবং চীনা তৈরি জ্যাব সরবরাহ করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু পিয়ংইয়ং সে সময় দাবি করে তারা ২০২০ সালের জানুয়ারিতে নিজেদের সীমান্ত বন্ধ করে করোনা নিয়ন্ত্রণ করেছে।

এদিকে অনুরোধ পেলে উত্তর কোরিয়ায় ভ্যাকসিন, মেডিক্যাল টিম, স্বাস্থকর্মীসহ চিকিৎসা সংক্রান্ত উপকরণ পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। সূত্র: বিবিসি

বিজনেস আওয়ার/১৬ মে,২০২২/ শা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উত্তর কোরিয়াতে করোনায় মৃত্যু ৫০ ছাড়ালো

পোস্ট হয়েছে : ০২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত ৫০ জন মানুষের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে।
করোনাভাইরাস মোকাবিলায় লকডাউন ঘোষণার কয়েকদিন পরই এবার রাজধানী পিয়ংইয়ংয়ে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি কিম জং উন। এছাড়া বিশ্ব থেকে বিচ্ছিন্ন এ দেশটিতে ১০ লাখের বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে।

উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম জানায়, কিম জং উন এই সপ্তাহে জরুরি পলিটব্যুরোর বৈঠকে অংশ নিয়েছেন। এ সময় তিনি ওষুধ সরবরাহ নিশ্চিত না করায় কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি সেনাবাহিনীর মেডিকেল কর্পসের একটি দলকে নামানোর নির্দেশ দেন। এদের কাজ হবে পিয়ংইয়ং সিটিতে ওষুধ সরবরাহ স্থিতিশীল করা।

গত বুধবার আনুষ্ঠানিকভাবে করোনা সংক্রমণের কথা স্বীকার করে উত্তর কোরিয়া। পরদিন বৃহস্পতিবার দেশটিতে লকডাউন জারি করা হয়।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা গত বছর উত্তর কোরিয়াকে লক্ষাধিক অ্যাস্ট্রাজেনেকা এবং চীনা তৈরি জ্যাব সরবরাহ করার প্রস্তাব দিয়েছিল। কিন্তু পিয়ংইয়ং সে সময় দাবি করে তারা ২০২০ সালের জানুয়ারিতে নিজেদের সীমান্ত বন্ধ করে করোনা নিয়ন্ত্রণ করেছে।

এদিকে অনুরোধ পেলে উত্তর কোরিয়ায় ভ্যাকসিন, মেডিক্যাল টিম, স্বাস্থকর্মীসহ চিকিৎসা সংক্রান্ত উপকরণ পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার। সূত্র: বিবিসি

বিজনেস আওয়ার/১৬ মে,২০২২/ শা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: