বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। শেয়ার দর সর্বোচ্চ কমেছে ইসলামী ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ইসলামী ব্যাংকের শেয়ার দর ছিল ১৯.৮০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১৭.৪০ টাকায়। অর্থাৎ এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ২.৪০ টাকা বা ১২.১২ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইসলামী ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৭.৬৯ শতাংশ, হাক্কানি পাল্পের ৭.৪৮ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৬.৫৪ শতাংশ, ওয়ান ব্যাংকের ৫.৪৩ শতাংশ, তুংহাই নিটিংয়ের ৫ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪.৮৮ শতাংশ, যমুনা ব্যাংকের ৪.৭৬ শতাংশ এবং আইবিবিএল মুদারাবা পারপেচ্যুয়াল বন্ডের দর ৪.৫৫ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২০/এস