1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
শিশু আরাফ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

শিশু আরাফ হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

  • পোস্ট হয়েছে : বুধবার, ১৮ মে, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ চট্টগ্রামের দুই বছরের শিশু আবদুর রহমান আরাফকে হত্যার দায়ে ৩ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বুধবার (১৮ মে) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জসিম উদ্দিন এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. ফরিদ, মো. হাসান ও হাসানের মা নাজমা বেগম। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে আরাফের পরিবার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে। আরাফের বাবা আব্দুল কাইয়ুম বলেন, তিন আসামির সবাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এখন আমরা এই রায় দ্রুত বাস্তবায়ন চাই।

আদালতের এপিপি প্রদীপ কুমার ভট্টাচার্য এই রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ৬ জুন বিকেলে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগরে একটি ভবনের ছাদে পানির ট্যাংকে ফেলে হত্যা করা হয় আরাফকে। ওই ঘটনায় করা মামলার আসামি করা হয় মিয়াখান নগরের বাসিন্দা মো. ফরিদ, শিশু আরাফের পরিবার যে বাড়িতে ভাড়া থাকত সেই ভবনের দারোয়ান মো. হাসান ও হাসানের মা নাজমা বেগমকে।

বিজনেস আওয়ার/ ১৮ মে,২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ