বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে গমের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, গম নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই। কিছু অসাধু ব্যবসায়ী মেঘ দেখলেই বলে ঝড় এসে গেছে, সেটি কিন্তু না। আমাদের দেশে এ মুহূর্তে গমের যে স্টক আছে, তাতে ভয়ের কোনো আশঙ্কা করি না।
বুধবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে গম আমদানির ৬৪ শতাংশই আসে ভারত থেকে। দেশটি গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও তা বাংলাদেশের জন্য পুরোপুরি প্রযোজ্য হবে না। জিটুজি (সরকারের সঙ্গে সরকারের চুক্তি) পদ্ধতিতে আনা যাবে। তা ছাড়া এ মুহূর্ত দেশে গমের যে মজুত, তাতে ভয়ের কিছু নেই।
তিনি বলেন, কয়েক দিন ধরে একটা কথা বাজারে উড়ছে যে, ভারত গম রপ্তানি বন্ধ করে দিয়েছে। এ জন্য বাজারে গমের দামে প্রভাব পড়তে শুরু করেছে। কিন্তু কথাটি একেবারেই সঠিক নয়। ভারত গম রপ্তানি বন্ধ করেছে অন্যান্য দেশের জন্য, বাংলাদেশের জন্য নয়।
বিজনেস আওয়ার/১৮ মে, ২০২২/কমা