ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শিগগিরই মাঠে ফিরছেন সাকিব!

  • পোস্ট হয়েছে : ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
  • 51

স্পোর্টস ডেস্ক : ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করার অভিযোগে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ অক্টোবর। মুক্তির পরেই ফিরতে পারবেন খেলায়।

কিন্তু খেলায় ফেরার আগে নিজেকে প্রস্তুত রাখার একটা ব্যাপার আছে। এজন্য পুরনো ফিটনেস ও ফর্ম ফিরে পেতে অনুশীলন শুরু করবেন সাকিব।

এদিকে করোনাকালে নিজের পরিবারের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেখানেই দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। দুই কন্যার দেখাশোনা করে সময় কাটছে তার। আগামী দুই সপ্তাহ এভাবেই কাটবে তার সময়। এরপর টানা তিন মাস অনুশীলনের মাধ্যমে ক্রিকেটের জন্য প্রস্তুত করবেন তিনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, আগামী মাস থেকে অনুশীলনে ফেরার পরিকল্পনা আছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে তিন মাস সময় পাব নিজেকে প্রস্তুত করার জন্য। ক্রিকেটের জন্য আদর্শ গড়নে যাওয়ার জন্য তিন মাসই যথেষ্ট।

গত বছর সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব। সেই ম্যাচে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি। এরপর থেকেই ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। আগামী ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষার অবসান হতে বিশ্বসেরা এক অলরাউন্ডারের।

বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শিগগিরই মাঠে ফিরছেন সাকিব!

পোস্ট হয়েছে : ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০

স্পোর্টস ডেস্ক : ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে তা গোপন করার অভিযোগে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ অক্টোবর। মুক্তির পরেই ফিরতে পারবেন খেলায়।

কিন্তু খেলায় ফেরার আগে নিজেকে প্রস্তুত রাখার একটা ব্যাপার আছে। এজন্য পুরনো ফিটনেস ও ফর্ম ফিরে পেতে অনুশীলন শুরু করবেন সাকিব।

এদিকে করোনাকালে নিজের পরিবারের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। সেখানেই দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। দুই কন্যার দেখাশোনা করে সময় কাটছে তার। আগামী দুই সপ্তাহ এভাবেই কাটবে তার সময়। এরপর টানা তিন মাস অনুশীলনের মাধ্যমে ক্রিকেটের জন্য প্রস্তুত করবেন তিনি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, আগামী মাস থেকে অনুশীলনে ফেরার পরিকল্পনা আছে। নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগে তিন মাস সময় পাব নিজেকে প্রস্তুত করার জন্য। ক্রিকেটের জন্য আদর্শ গড়নে যাওয়ার জন্য তিন মাসই যথেষ্ট।

গত বছর সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাকিব। সেই ম্যাচে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি। এরপর থেকেই ক্রিকেট থেকে দূরে আছেন তিনি। আগামী ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষার অবসান হতে বিশ্বসেরা এক অলরাউন্ডারের।

বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: