ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় পিকআপ চাপায় নিহত ৩

  • পোস্ট হয়েছে : ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০
  • 89

বিজনেস আওয়ার প্রতিবেদক (বগুড়া) : বগুড়ায় পিকআপ চাপায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া সদরের খামার গ্রামের কিয়াম মণ্ডলের ছেলে রশিদুল ইসলাম, তেলিহারা গ্রামের আবু তাহেরের ছেলে আবু জাফর ও গাইবান্ধার সুন্দরগঞ্জের জালাদু শেখের ছেলে আজগর আলী।

পুলিশ জানায়, শহরের মাটিডালীতে সকাল সাড়ে ৬টার দিকে ৬/৭ জন লোক সড়ক পার হচ্ছিল। এ সময় শহর থেকে মাটিডামীমুখী একটি পিকআপ তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অপর তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ৩ জন সেখানে চিকিৎসাধীন আছেন।

বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। পরে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। পিকআপটি পালিয়ে গেছে।

বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বগুড়ায় পিকআপ চাপায় নিহত ৩

পোস্ট হয়েছে : ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক (বগুড়া) : বগুড়ায় পিকআপ চাপায় তিনজন নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়া সদরের খামার গ্রামের কিয়াম মণ্ডলের ছেলে রশিদুল ইসলাম, তেলিহারা গ্রামের আবু তাহেরের ছেলে আবু জাফর ও গাইবান্ধার সুন্দরগঞ্জের জালাদু শেখের ছেলে আজগর আলী।

পুলিশ জানায়, শহরের মাটিডালীতে সকাল সাড়ে ৬টার দিকে ৬/৭ জন লোক সড়ক পার হচ্ছিল। এ সময় শহর থেকে মাটিডামীমুখী একটি পিকআপ তাদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অপর তিনজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ৩ জন সেখানে চিকিৎসাধীন আছেন।

বগুড়া সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। পরে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। পিকআপটি পালিয়ে গেছে।

বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: