বিজনেস আওয়ার প্রতিবেদকঃ প্রায় পাঁচ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
কালবৈশাখী ঝড়ের কারণে শনিবার (২১ মে) ভোর সাড়ে ৫টার পর থেকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের ওপর গাছ পড়ায় খুলনার সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আলমডাঙ্গার স্টেশন মাস্টার নাজমুল হুসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,ঝড়ে আলমডাঙ্গা-হালসার মাঝে রেললাইনের ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে। বেলা পৌনে ১১টার দিকে রেললাইনের ওপর থেকে ভেঙে পড়া গাছ অপসারণ করা হয়। পাঁচ ঘণ্টার ব্যবধানে গাছগুলো অপসারণ করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিজনেস আওয়ার/২১ মে, ২০২২/ এস এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: