বিজনেস আওয়ার প্রতিবেদকঃ গত কয়েক মাস টানা লড়াইয়ের পর ইউক্রেনের মারিউপোল শহরকে পুরোপুরি বিজয়ের দাবি করেছে রাশিয়া।
দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় যুদ্ধের পর অবশেষে রুশ বাহিনীর পূর্ণ দখলে এসেছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর মারিউপোল। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘কারখানার বেসমেন্ট এলাকা, যেখানে এতদিন ইউক্রেনীয় সেনারা আত্মগোপন করেছিল,বর্তমানে সেটা রুশ বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।’
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মারিউপোলে ইউক্রেনীয় সেনাদের প্রধান ঘাঁটি আজভস্তাল ইস্পাত কারখানায় রয়ে যাওয়া ৫৩১ জন সেনাসদস্যের সবাই শুক্রবার আত্মসমর্পণ করেছে। মস্কোর দাবি, গত ১৭ মে থেকে এ পর্যন্ত ৪ দিনে আজভস্তাল ইস্পাত কারখানা থেকে ২৪৩৯ জন ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে।
মারিউপোলে ইউক্রেনীয় সৈন্যদের শেষ দুর্গ আজভস্তালের পতন হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২০ মে) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মারিউপোলে ইউক্রেনের সবশেষ সৈন্যও আত্মসমর্পণ করেছে। এ নিয়ে গত পাঁচদিনে সেখানে ২৪শ’র বেশি ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শুক্রবার ইউক্রেনের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সেনা বাহিনীর সদর দপ্তর (আজভস্তালের) সেনাসদস্যদের ওই এলাকা থেকে বের হওয়া এবং নিজেদের জীবন রক্ষার নির্দেশ দিয়েছিল। তারা সেই নির্দেশ অনুযায়ী কাজ করেছে।’
আত্মসমর্পণ করা ইউক্রেনীয়দের মধ্যে একজন সামরিক কমান্ডারও রয়েছেন। তাকে বিশেষ নিরাপত্তায় সরিয়ে নেওয়া নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ বাহিনী।
বিজনেস আওয়ার/২১ মে, ২০২২/ এস এইচ