ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ডি মারিয়াকে বিদায় জানাল পিএসজি

  • পোস্ট হয়েছে : ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • 179

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ পিএসজির সঙ্গে আনহেল ডি মারিয়ার চুক্তি আর নবায়ন হচ্ছে না। চলতি মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হতেই বিচ্ছেদ হয়ে যাচ্ছে দুই পক্ষের।

আসন্ন মৌসুমে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির জার্সিতে আর দেখা যাবে না অ্যাঞ্জেল ডি মারিয়াকে, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশকিছু দিন ধরেই। এবার এর সত্যটা পাওয়া গেল প্যারিসের ক্লাবটির আনুষ্ঠানিক ঘোষণায়। এক বিবৃতিতে পিএসজি নিশ্চিত করেছে, তাদের ক্লাবে আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়ের এটাই শেষ মৌসুম।

লিগ ওয়ানে শনিবার চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলবে নামবে পিএসজি। মেসের বিপক্ষে এই ম্যাচটিই ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হয়ে ডি মারিয়ার শেষ।

২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে পা রাখেন ডি মারিয়া। আর্জেন্টাইন মিডফিল্ডারের ক্লাব ক্যারিয়ারের গৌরবময় অধ্যায় কাটে ফ্রান্সে। বছরের পর বছর তিনি ছিলের ক্লাবের প্রাণভ্রোমরা। এই দলের হয়ে জিতেছেন ৫টি লিগ শিরোপা ও মোট ১৮টি ট্রফি।

ক্লাবের হয়ে ২৯৪ ম্যাচ খেলে তার গোল ৯১টি। তার মূল ভূমিকা যেটি, সেখানে তিনি ক্লাবের ইতিহাসের সেরা।
পিএসজির হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। পিএসজির রেকর্ড ১১১টি অ্যাসিস্ট তার।

তবে গত গ্রীষ্মে আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসি পিএসজিতে আসার পর ডি মারিয়ার খেলার সুযোগ কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। এই মৌসমে স্রেফ ১৮টি ম্যাচে শুরুর একাদশে ছিল তার নাম। এই ক্লাবে ৩৪ বছর বয়সী তারকার ভবিষ্যৎ নিয়ে তাই প্রশ্ন উঠছিল। এবার তা নিশ্চিত হয়েই গেল।

আর্জেন্টাইন উইঙ্গার প্রসঙ্গে পিএসজি সভাপতি বলেছেন, ‘এই ক্লাবে স্থায়ী ছাপ রেখে যাচ্ছেন আনহেল ডি মারিয়া। নিষ্কলুষ মানসিকতার একজন হিসেবে তিনি ক্লাব সমর্থকদের স্মৃতিতে থাকবেন। এই ক্লাবের জার্সির প্রতি তার ছিল নিখুঁত নিবেদন।’

পিএসজি ক্যারিয়ার তো শেষ। ৩৪ বছর বয়সী ডি মারিয়ার ভবিষ্যৎ ঠিকানা হচ্ছে কোথায়? ইউরোপিয়ান মিডিয়ায় জোর গুঞ্জন, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস হতে যাচ্ছে তার সম্ভাব্য গন্তব্য।

বিজনেস আওয়ার/২১ মে, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডি মারিয়াকে বিদায় জানাল পিএসজি

পোস্ট হয়েছে : ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ পিএসজির সঙ্গে আনহেল ডি মারিয়ার চুক্তি আর নবায়ন হচ্ছে না। চলতি মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হতেই বিচ্ছেদ হয়ে যাচ্ছে দুই পক্ষের।

আসন্ন মৌসুমে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজির জার্সিতে আর দেখা যাবে না অ্যাঞ্জেল ডি মারিয়াকে, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশকিছু দিন ধরেই। এবার এর সত্যটা পাওয়া গেল প্যারিসের ক্লাবটির আনুষ্ঠানিক ঘোষণায়। এক বিবৃতিতে পিএসজি নিশ্চিত করেছে, তাদের ক্লাবে আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়ের এটাই শেষ মৌসুম।

লিগ ওয়ানে শনিবার চলতি মৌসুমের শেষ ম্যাচ খেলবে নামবে পিএসজি। মেসের বিপক্ষে এই ম্যাচটিই ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের হয়ে ডি মারিয়ার শেষ।

২০১৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে পিএসজিতে পা রাখেন ডি মারিয়া। আর্জেন্টাইন মিডফিল্ডারের ক্লাব ক্যারিয়ারের গৌরবময় অধ্যায় কাটে ফ্রান্সে। বছরের পর বছর তিনি ছিলের ক্লাবের প্রাণভ্রোমরা। এই দলের হয়ে জিতেছেন ৫টি লিগ শিরোপা ও মোট ১৮টি ট্রফি।

ক্লাবের হয়ে ২৯৪ ম্যাচ খেলে তার গোল ৯১টি। তার মূল ভূমিকা যেটি, সেখানে তিনি ক্লাবের ইতিহাসের সেরা।
পিএসজির হয়ে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। পিএসজির রেকর্ড ১১১টি অ্যাসিস্ট তার।

তবে গত গ্রীষ্মে আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসি পিএসজিতে আসার পর ডি মারিয়ার খেলার সুযোগ কমে এসেছে উল্লেখযোগ্যভাবে। এই মৌসমে স্রেফ ১৮টি ম্যাচে শুরুর একাদশে ছিল তার নাম। এই ক্লাবে ৩৪ বছর বয়সী তারকার ভবিষ্যৎ নিয়ে তাই প্রশ্ন উঠছিল। এবার তা নিশ্চিত হয়েই গেল।

আর্জেন্টাইন উইঙ্গার প্রসঙ্গে পিএসজি সভাপতি বলেছেন, ‘এই ক্লাবে স্থায়ী ছাপ রেখে যাচ্ছেন আনহেল ডি মারিয়া। নিষ্কলুষ মানসিকতার একজন হিসেবে তিনি ক্লাব সমর্থকদের স্মৃতিতে থাকবেন। এই ক্লাবের জার্সির প্রতি তার ছিল নিখুঁত নিবেদন।’

পিএসজি ক্যারিয়ার তো শেষ। ৩৪ বছর বয়সী ডি মারিয়ার ভবিষ্যৎ ঠিকানা হচ্ছে কোথায়? ইউরোপিয়ান মিডিয়ায় জোর গুঞ্জন, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস হতে যাচ্ছে তার সম্ভাব্য গন্তব্য।

বিজনেস আওয়ার/২১ মে, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: