বিনোদন ডেস্ক : হারুনুজ্জামান বি. এ. পাশ! কিন্তু চাকরি তার পছন্দ হয় না। অবিবাহিত হারু নিজেই নতুন একটি পেশা তৈরি করে নিয়েছে। তার পেশা হলো, বিয়ে ভাঙা। তার চেম্বারে যারা বিয়ে ভাঙার জন্য আসে, তাদের বেশির ভাগই বেকার যুবক-যুবতী।
যখন কারও প্রেমিকার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে, তখনই সেই প্রেমিক ছুটে আসে হারুর চেম্বারে। হারু টাকার বিনিময়ে সেই বিয়ে ভেঙে দেয়। কিন্তু তার আগে নিশ্চিত হয়, আসলেই ওই মেয়ে এই ছেলেকে ভালোবাসে কিনা। তার জন্য দিতে হয় যথেষ্ট প্রমাণও।
এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘বিয়ে ভাঙা হারু’। সুজিত বিশ্বাস রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য। এতে হারু চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন কচি খন্দকার, নাবিলা ইসলাম প্রমুখ।
নির্মাতা সুত্রে জানা গেছে, আসছে ঈদুল আজহার তৃতীয় দিন রাত ১১টায় বেসরকারি টিভি চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার হবে নাটকটি।
বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২০/এ