বিজনেস আওয়ার প্রতিবেদকঃ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে একদিনে আরো সাড়ে পাঁচ লাখের বেশি শনাক্ত হয়েছে। আর একই সময়ে ভাইরাসটিতে মৃত্যু হয়েছে একহাজার মানুষের। রবিবার (২২ মে) সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫২ কোটি ৭২ লাখ ৬৯ হাজার ০৯২ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৫২ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৯১৩ জন।। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে আরো পাঁচ লাখ ৬৭ হাজার ১৭৯ জন শনাক্ত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬২ লাখ ৯৯ হাজার ৯১৩ জনের। আগের দিন একই একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬২ লাখ ৯৮ হাজার ৮৯৭ জন। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে এক হাজার ১৬ জনের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৪৯ কোটি ৭২ লাখ ১৯ হাজার ৪৫৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ৪৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৮ হাজার ৯০২ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৩৭১ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৪১৩ জন। আর ব্রাজিলে ৩ কোটি ০৭ লাখ ৮০ হাজার ০২৮ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৬৫৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২২ মে, ২০২২/কমা