বিজনেস আওয়ার প্রতিবেদক : কানাডার পূর্বাঞ্চলীয় অন্টারিও ও কুইবেক প্রদেশে প্রচণ্ড ঘূর্ণিঝড়ে চারজন নিহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার রাতে এ ঘূর্ণিঝড়টি কানাডায় আঘাত হানে। খবর সিবিসি নিউজের।
অটারিও পুলিশের এক টুইটবার্তায় বলা হয়, গ্রীস্মকালীন ঝড়ে প্রদেশটিতে কমপক্ষে তিনজন প্রাণ হারিয়েছেন, এ ছাড়া বেশ কয়েকজন গৃরুতর আহত হয়েছেন।
এদের মধ্যে একজন মারা গেছেন গাড়ির ওপর গাছ পড়ে। আরেক ৭০ বছর বয়সি নারী পথচারীও গাছচাপায় নিহত হন।
এ ছাড়া এটাওয়া ও কুইবেকেও ঘূর্ণিঝড়ে দুজন নিহত হয়েছেন। শনিবার রাত থেকে কানাডার ৯ লাখ বাসিন্দা বিদ্যুতের অভাবে অন্ধকারের মধ্যে আছেন।
বিজনেস আওয়ার/২২ মে, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: