বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ক্যারিবীয়দের বিপক্ষে সব সিরিজে খেলবেন না সাকিব এমন গুঞ্জনই শোনা যাচ্ছে এখন ক্রিকেট অঙ্গনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় দুই ম্যাচের টেস্ট সিরিজ ও এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলবেন তিনি। তবে সবার শেষে হতে যাওয়া ওয়ানডে সিরিজে হয়তো দলের গুরুত্বপূর্ণ এ সদস্যকে পাবে না বাংলাদেশ।
নিজের বয়স বিবেচনায় ক্যারিয়ারের সামনের দিনের কথা চিন্তা করে বেছে বেছে খেলার ব্যাপারে বেশ কয়েকবারই কথা বলেছেন সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেট তো বটেই, ওয়ানডে বা টি-টোয়েন্টির ক্ষেত্রেও বিশ্বসেরা এ অলরাউন্ডারের ভাবনা অভিন্ন। ব্যতিক্রম ঘটছে না আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরেও।
আগামী ৬ জুন পূর্ণাঙ্গ সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ দল। এই সফরের ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়। তাই এ সিরিজটি থেকে ছুটি চাইতে পারেন সাকিব- এমন কথাই শোনা যাচ্ছে। এ বিষয়ে নিশ্চিত তথ্য জানাননি বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তবে সেই সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। রোববার দুপুরে জালাল বলেছেন, ‘এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ছুটি চায়নি। আপাতত সব সিরিজের জন্য ধরেই এগোচ্ছি আমরা। তবে ওয়ানডে সিরিজটি তো সবার শেষে। তখন আবেদন করলে দেখা যাবে। শুনেছি সে সময় ওর পারিবারিক প্রয়োজন থাকতে পারে।’
উল্লেখ্য, আগামী ৬ জুন এ সফরের উদ্দেশে বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে। অ্যান্টিগায় প্রথম টেস্ট শুরু হবে ১৬ জুন। পরে সেইন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৪ জুন। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২, ৩ ও ৭ জুলাই। সবশেষে ১০, ১৩ ও ১৬ জুলাই হবে তিন ওয়ানডে।
বিজনেস আওয়ার/ ২২, মে / এস এইচ