বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে এখন পর্যন্ত এক কোটি ৪৩ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনার টিকা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৮৭ লাখ ১৫ হাজার ৭০১ জন। দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৭২ লাখ ২৭ হাজার ৭৪ জন। আর বুস্টার ডোজ পেয়েছেন এক কোটি ৪২ লাখ ৯৭ হাজার ৭৭৪ জন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৭ হাজার ৫৬৯ জনকে, দ্বিতীয় ডোজ ৬১ হাজার ৬৪ জনকে। এছাড়া, এ সময়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছে এক লাখ ২৮ হাজার ৮২২ জনকে। এসব টিকার মধ্যে রয়েছে অক্সফোর্ড- অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।
বিজনেস আওয়ার/২৩ মে, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: