বিনোদন ডেস্ক : শৈশবের প্রেম মানুষ কখনো ভুলতে পারে না। শৈশব-কৈশর পেরিয়ে যুবতী হয়ে গেলেও সে প্রেমের ধারাবাহিকতা কারও কারও জীবনে আজীবন থেকে যায়। আবার কারও কারও প্রেমের আদান প্রদান শৈশবেই শেষ হয়ে যায়। বেশিরভাগই মানুষই শৈশবের সেই প্রেমের মানুষটিকে হারিয়ে ফেলেন।
এমনই একটি প্রেমের গল্প আছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর। নানা কারণে শৈশবের প্রেমকে হারিয়ে ফেলেন তিনি। তবে ২০ বছর পর শৈশবের প্রেমকে আবারও ফিরে পাওয়ার আনন্দে ভাসেন। না, এ কোনো বাস্তব ঘটনা নয়। সম্প্রতি এমনই এক প্রেমের গল্পের একটি নাটকে কাজ করেছেন মেহজাবীন।
‘কেন?’ শিরোনামের গল্পে দেখা যায় আবির এবং রায়মার প্রেমের মাঝে এসে দাঁড়ায় রাজনীতি, পারিবারিক পছন্দ অপছন্দসহ বিবিধ জটিলতা। গীতিকার আসিফ ইকবালের গল্পে নাটকটির সংলাপ লিখেছেন শহিদুজ্জামান শাওন। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাহমুদুর রহমান হিমি।
নির্মাতা সুত্রে জানা গেছে, নাটকটি ঈদ উল আজহা উপলক্ষে আরটিভির পর্দায় প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ১১টায়। নাটকটিতে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন আফরান নিশো, রুমানা ঈশিতা, তৌসিফ মাহবুব, মিলি বাসার, সাবিহা জামান, ফখরুল বাসার মাসুম প্রমুখ।
বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২০/এ