বিনোদন ডেস্ক : পর্দায় তানজিন তিশার উপস্থিতি মানেই নাটক বা টেলিছবিতে দর্শকের বাড়তি আগ্রহ। প্রতি ঈদেই এক ডজনেরও বেশি নাটক-টেলিফিল্মে দেখা যায় তার। তবে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই নিজেকে ক্যামেরার সামনে থেকে গুটিয়ে রেখেছেন এই অভিনেত্রী।
করোনা পরিস্থিতির মধ্যেও কোরবানি ঈদ উপলক্ষে অনেক অভিনেত্রী শুটিংয়ে ফিরলেও ঘর থেকে বের হচ্ছেন তিশা। সেজন্য আসছে কুরনানি ঈদে নতুন কোনো নাটক-টেলিফিল্মে দেখা যাবে না তিশাকে। এবারের ঈদের জন্য নতুন কোনো কাজই করেননি ছট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।
এ প্রসঙ্গে তিশা বলেন, করোনা সংক্রমনের কারণে কোনো ধরনের ঝুঁকি নিয়ে কাজ করতে চাইনি আমি। আর শুধু করোনার জন্যই নয়, মাঝে আমার বাবা একটু অসুস্থ ছিলেন। যার কারণে আর ক্যামেরার সামনে যেতে সাহস পায়নি।
তিশা বলেন, বাবা এখন সুস্থ আছেন। একবার ভেবেওছিলাম কাজ করবো। চলতি সপ্তাহেই কিছু কাজের ডেট দেওয়া ছিলো। তবে সবদিক চিন্তা করেই না করে দিয়েছি। আমি তো শুধু আমার দিক ভাবতে পারি না। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও আমাকে সচেতন থাকতে হয়।
সুত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে তিশা অভিনীত নতুন কোনো নাটক প্রচার না হলেও করোনা সংক্রমণ শুরুর আগে শুটিং শেষ করা ৪/৫টি নাটক-টেলিছবি প্রচারিত হবে বভিন্ন মাধ্যমে।
বিজনেস আওয়ার/২৫ জুলাই, ২০২০/এ