বিজনেস আওয়ার প্রতিবেদকঃ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে একদিনে আরো সাড়ে পাঁচ লাখের বেশি শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে মৃত্যু হয়েছে আরো প্রায় দেড় হাজার। মঙ্গলবার (২৪ মে) সকাল ১০টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ১০৬ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৫২ কোটি ৭৭ লাখ ১৫ হাজার ৩২০ জন।। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে আরো পাঁচ লাখ ৬৪ হাজার ৭৮৬ জন শনাক্ত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ০১ হাজার ৮২১ জনের। আগের দিন একই একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬৩ লাখ ০০ হাজার ৩৪৬ জন। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে এক হাজার ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৪৯ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৩৭৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৯৬২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৯ হাজার ১২১ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৪০ হাজার ০৬৮ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৪৯০ জন। আর ব্রাজিলে ৩ কোটি ০৮ লাখ ০৩ হাজার ৯৯৫ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৭২৭ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২৪ মে, ২০২২/কমা