ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টেক্সাসে হামলায় নিহত বেড়ে ২১

  • পোস্ট হয়েছে : ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • 40

বিজনেস আওয়ার প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। যুক্তরাষ্ট্রের সংবাদপত্রগুলো এবং পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

টেক্সাস রাজ্যের সিনেটর রোনাল্ড গুতিয়েরেজ জানিয়েছেন ২১ জন নিহত হওয়ার বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মধ্যে ১৮ জন শিশু এবং ৩ জন প্রাপ্তবয়স্ক।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছেন, ১৮ বছর বয়সী একজন বন্দুকধারী সান অ্যান্টোনিও শহর থেকে ৮৩ কিলোমিটার দূরে অবস্থিত ইউভালদের রাব এলিমেন্টারি স্কুলে হামলা চালায়। বন্দুকধারী নির্বিচারে গুলি করেছে এবং হত্যা করেছে। বন্দুকধারীর নাম সালভাদর রামোস, তার বয়স ১৮ বছর। সে উইভালদেতেই থাকতো এবং ইউভালদে উচ্চ বিদ্যালয়ে পড়তো। স্কুলের সামনে সে তার গাড়ি পার্ক করে স্কুলে প্রবেশ করে এবং হ্যান্ডগান দিয়ে নির্বিচারে গুলি করতে থাকে।

অবশ্য পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় বন্দুকধারীও ঘটনাস্থলেই নিহত হয়েছে। বন্দুকধারীর হামলায় প্রথম যিনি নিহত হন তিনি গ্রেড-৪ এর শিক্ষিকা ইভা মিরেলেস।

বিজনেস আওয়ার/২৫ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টেক্সাসে হামলায় নিহত বেড়ে ২১

পোস্ট হয়েছে : ০৯:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। যুক্তরাষ্ট্রের সংবাদপত্রগুলো এবং পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

টেক্সাস রাজ্যের সিনেটর রোনাল্ড গুতিয়েরেজ জানিয়েছেন ২১ জন নিহত হওয়ার বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তার মধ্যে ১৮ জন শিশু এবং ৩ জন প্রাপ্তবয়স্ক।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছেন, ১৮ বছর বয়সী একজন বন্দুকধারী সান অ্যান্টোনিও শহর থেকে ৮৩ কিলোমিটার দূরে অবস্থিত ইউভালদের রাব এলিমেন্টারি স্কুলে হামলা চালায়। বন্দুকধারী নির্বিচারে গুলি করেছে এবং হত্যা করেছে। বন্দুকধারীর নাম সালভাদর রামোস, তার বয়স ১৮ বছর। সে উইভালদেতেই থাকতো এবং ইউভালদে উচ্চ বিদ্যালয়ে পড়তো। স্কুলের সামনে সে তার গাড়ি পার্ক করে স্কুলে প্রবেশ করে এবং হ্যান্ডগান দিয়ে নির্বিচারে গুলি করতে থাকে।

অবশ্য পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় বন্দুকধারীও ঘটনাস্থলেই নিহত হয়েছে। বন্দুকধারীর হামলায় প্রথম যিনি নিহত হন তিনি গ্রেড-৪ এর শিক্ষিকা ইভা মিরেলেস।

বিজনেস আওয়ার/২৫ মে, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: