বিজনেস আওয়ার প্রতিবেদকঃ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে একদিনে আরো সাড়ে সাত লাখের বেশি শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে মৃত্যু হয়েছে আরো দুই হাজার। বুধবার (২৫ মে) সকাল ১০টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫২ কোটি ৯০ লাখ ৪০ হাজার ১৯২ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৫২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ১০৬ জন।। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে আরো সাত লাখ ৬০ হাজার ০৮৬ জন শনাক্ত হয়েছে।
বুধবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ০৩ হাজার ৮৬২ জনের। আগের দিন একই একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬৩ লাখ ০১ হাজার ৮২১ জন। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে দুই হাজার ৪১ জনের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৪৯ কোটি ৯৯ লাখ ৭০ হাজার ০৮৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৫২ লাখ ৪১ হাজার ০১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৯ হাজার ৫২৪ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৪২ হাজার ১৯২ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৫০৭ জন। আর ব্রাজিলে ৩ কোটি ০৮ লাখ ৩৬ হাজার ৮১৫ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৯৫৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২৫ মে, ২০২২/কমা