বিজনেস আওয়ার প্রতিবেদক : বন্ধ ঘোষিত সরকারি পাটকলগুলোর কর্মকর্তা-কর্মচারীদের পাওনা এবং অন্যান্য দেনা পরিশোধে ৫৭৪ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অনুকূলে ২০২১-২২ অর্থবছরের অর্থ বিভাগের সংশোধিত বাজেটে ‘পরিচালন ঋণ’ খাত থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে।
এই অর্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাওনা, কাঁচা পাট সরবরাহকারীদের পাওনা এবং অন্যান্য দায়-দেনা (স্টোর সরবরাহ/ক্যারিং সংশ্লিষ্ট সরবরাহকারীদের) পরিশোধে খরচ হবে।
জানা যায়, বরাদ্দকৃত অর্থের মধ্যে ৩২৭ কোটি ৭ লাখ টাকা এক হাজার ৯৮০ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পাওনা পরিশোধে, ২৩৪ কোটি ৯১ লাখ টাকা দুই হাজার ২১৭ জন কাঁচা পাট সরবরাহকারীদের পাওনা পরিশোধে এবং এক হাজার ১১৯ জন স্টোর সরবরাহ/ক্যারিং সংশ্লিষ্ট সরবরাহকারীদের পাওনা বাবদ ১২ কোটি ১৬ লাখ টাকা খরচ করা হবে। বকেয়া পাওনা পরিশোধ ছাড়া অন্য কোনো খাতে এ অর্থ ব্যয় করা যাবে না।
বরাদ্দের এ অর্থ সংশ্লিষ্ট মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের, কাঁচা পাট সরবরাহকারী ও ষ্টোর সরবরাহ/ক্যারিং সংশ্লিষ্ট সরবরাহকারীদের অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেওয়া হবে।
বিজনেস আওয়ার/২৫ মে, ২০২২/কমা