বিজনেস আওয়ার প্রতিবেদকঃ বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে একদিনে আরো সাত লাখের বেশি শনাক্ত হয়েছে। আর ভাইরাসটিতে একদিনে মৃত্যু হয়েছে আরো দুই হাজারের বেশি মানুষের। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০টায় আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৫২ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার ৫৩৯ জন। আগের দিন একই সময় পর্যন্ত ভাইরাসটিতে শনাক্ততা দাঁড়িয়েছিল ৫২ কোটি ৯০ লাখ ৪০ হাজার ১৯২ জন।। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে আরো ছয় লাখ ৯৬ হাজার ৩৪৭ জন শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬৩ লাখ ০৬ হাজার ২৪৮ জনের। আগের দিন একই একই সময় পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যু হয়েছিল ৬৩ লাখ ০৩ হাজার ৮৬২ জন। অর্থাৎ একদিনে ভাইরাসটিতে দুই হাজার ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। আর ভাইরাসটি থেকে একই সময় পর্যন্ত বিশ্বে সুস্থ হয়েছে ৫০ কোটি ০২ লাখ ৪৭ হাজার ৭৩০ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৩৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৩০ হাজার ৪১৫ জন মানুষ মারা গেছেন।
করোনায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ২৬০ জন। মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৫০৭ জন। আর ব্রাজিলে ৩ কোটি ০৮ লাখ ৪৬ হাজার ৬০২ জনের শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ১১২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
বিজনেস আওয়ার/২৬ মে, ২০২২/কমা