বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৬৫.১ ওভারে ৫০৬ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা । প্রায় চার বছর পর ইনিংসে ৫ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান। আর প্রথম ইনিংসে শ্রীলঙ্কা লিড পেয়েছে ১৪১ রানের।
অ্যাঞ্জেলো ম্যাথিউজ আর দিনেশ চান্দিমালের জোড়া সেঞ্চুরিতে ভীষণ বিপদেই ছিল বাংলাদেশ। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। লঙ্কানদের শেষ ৫ উইকেট তারা তুলে নিয়েছে মাত্র ৪১ রানে।
সাকিব আল হাসান নিয়েছেন ৫ উইকেট। এবাদত হোসেনের শিকার ৪টি। শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৫০৬ রানে। ১৪১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।
চতুর্থ দিন চা বিরতির পর আর বেশিক্ষণ টিকতে পারল না শ্রীলঙ্কা। দ্রুতলয়ে রান তুলতে গিয়ে খেই হারিয়েছে দলটি।
বাংলাদেশ প্রথম ইনিংস – ৩৭৫ অলআউট (মুশফিক ১৭৫*, লিটন ১৪১; রাজিথা ৫-৬৪, ফার্নান্দো ৪-৯৩)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস – ৫০৬ অলআউট (ম্যাথিউস ১৪৫*, চান্দিমাল ১২৪; সাকিব ৫-৯৬, এবাদত ৪-১৪৮)
বিজনেস আওয়ার/ ২৬ মে, ২০২২/ এস এইচ