বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ‘রাস্তা’ নামে নতুন একটি সিনেমার ঘোষণা দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। গত বছরের অক্টোবরে আসে ছবিটির ঘোষণা। সেসময় জানা যায়, এতে প্রধান পুরুষ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তবে নায়িকা কে থাকছেন তা জানানো হয়নি।
বুধবার (২৫ মে) আনুষ্ঠানিকভাবে জানা গেল নায়িকার খবর। প্রায় ৭ মাস পর জাজ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে, ‘রাস্তা’ সিনেমায় নায়িকা হিসেবে থাকছেন নবাগতা স্নিগ্ধা।
কে এই সুন্দরী তরুণী? এমন প্রশ্ন তুলে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক থেকে।
প্রযোজনা প্রতিষ্ঠানটি স্নিগ্ধা চৌধুরীর কয়েকটি ছবি পোস্ট করে তার পরিচয়ে বলেছেন, ‘স্লিম লম্বা স্বাস্থ্য সচেতন এই মেয়ের সম্পূর্ণ নাম স্নিগ্ধা চৌধুরী। বর্তমানে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্স করছে। স্নিগ্ধা জাজের সাথে ‘রাস্তা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে প্রায় ৬ মাস আগে।
এই ৬ মাস স্নিগ্ধা জাজের তত্ত্বাবধানে অভিনয় প্রশিক্ষণ নিয়েছে ও জিম করেছে। জুন মাসে শুরু হচ্ছে সিনেমার শুটিং। আমরা বিশ্বাস করি স্নিগ্ধা নিজ গুণে চলচ্চিত্রে স্নিগ্ধতা ছড়াবে। স্নিগ্ধা সবার কাছে দোয়া প্রার্থনা করছে।’
রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় নায়ক সিয়াম আহমেদ পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন মাত্র এক হাজার এক টাকা। এর আগে নির্মাতা রায়হান রাফি ও সিয়াম জুটি বেঁধে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমায় কাজ করেছেন।
বিজনেস আওয়ার/ ২৬ মে, ২০২২/ এস এইচ