বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকা টেস্টের শেষ দিনে দ্বিতীয় সেশনেই অলআউট হয়ে যায় মুমিনুল বাহিনী। তারা শ্রীলঙ্কাকে মাত্র ২৯ রানের লক্ষ্য দিতে পেরেছিল। আর শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান অল্প সময় খেলেই সেই লক্ষ্যে পৌঁছে যান। আর এতে করে দ্বিতীয় টেস্ট জয় করে নেয় শ্রীলঙ্কা। সঙ্গে সিরিজও।
লিটন দাস ও মুশফিকুর রহিমের লড়াকু সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৫ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। জবাবে সেঞ্চুরি হাঁকান অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দিনেশ চান্দিমাল। অলআউট হওয়ার আগে শ্রীলঙ্কা পায় ৫০৬ রানের সংগ্রহ, লিড দাঁড়ায় ১৪১ রানের।
দ্বিতীয় ইনিংসেও ভয়াবহ ব্যর্থতার পরিচয় দেন স্বাগতিক দলের ব্যাটাররা। সাকিব আল হাসান ও লিটন দাসের ফিফটির পরও ১৬৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ফলে মাত্র ২৯ রানের লক্ষ্য পায় শ্রীলঙ্কা। ওশাদার ৯ বলে ২১ রানের ঝড়ে তিন ওভারেই ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা।
বিজনেস আওয়ার/২৭ মে, ২০২২/কমা