ঢাকা , মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক বৈঠক বাতিল

  • পোস্ট হয়েছে : ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • 62

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) কমিটির সভা বাতিল করা হয়েছে। আগামী ৩০ মে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা ছিল। এর পরিবর্তে আগামী ১৮-১৯ জুন পরামর্শক কমিটির সভা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৮ মে) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী।

দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান ও আগামীর বিষয় নিয়ে রাজনৈতিক বোঝাপড়ার করতে এই মাসের ৩০ তারিখে পরামর্শক কমিটির বৈঠকে বসার কথা ছিল। এর আগে আজ ও আগামীকাল (২৯ মে) আসামের গৌহাটিতে নদী কনফারেন্সে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আব্দুল মোমেনের অনানুষ্ঠানিক বৈঠক হবে। গৌহাটিতে বৈঠকের প্রথম দিন দুই মন্ত্রীর সাক্ষাতে ৩০ তারিখের বৈঠক বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়।

তবে কী কারণে বৈঠকের তারিখ নির্ধারিত সময়ে হচ্ছে না তা জানা যায়নি।

গত এপ্রিলে ঢাকা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। শীর্ষ পর্যায়ের সফরের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ৩০ মে দিল্লিতে বৈঠকে বসার কথা ছিল। সে বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের এজেন্ডা চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর ছাড়াও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, পানি, কানেক্টিভিটি, সীমান্ত, আঞ্চলিক সহযোগিতাসহ অন্যান্য নতুন ক্ষেত্র নিয়ে দুই পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

বিজনেস আওয়ার/২৮ মে, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ঢাকা-দিল্লি দ্বিপাক্ষিক বৈঠক বাতিল

পোস্ট হয়েছে : ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২

বিজনেস আওয়ার প্রতিবেদকঃ বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে জয়েন্ট কনসালটেটিভ কমিশন (জেসিসি) কমিটির সভা বাতিল করা হয়েছে। আগামী ৩০ মে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা ছিল। এর পরিবর্তে আগামী ১৮-১৯ জুন পরামর্শক কমিটির সভা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার (২৮ মে) গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ভারতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী।

দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান ও আগামীর বিষয় নিয়ে রাজনৈতিক বোঝাপড়ার করতে এই মাসের ৩০ তারিখে পরামর্শক কমিটির বৈঠকে বসার কথা ছিল। এর আগে আজ ও আগামীকাল (২৯ মে) আসামের গৌহাটিতে নদী কনফারেন্সে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আব্দুল মোমেনের অনানুষ্ঠানিক বৈঠক হবে। গৌহাটিতে বৈঠকের প্রথম দিন দুই মন্ত্রীর সাক্ষাতে ৩০ তারিখের বৈঠক বাতিলের বিষয়ে সিদ্ধান্ত হয়।

তবে কী কারণে বৈঠকের তারিখ নির্ধারিত সময়ে হচ্ছে না তা জানা যায়নি।

গত এপ্রিলে ঢাকা এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর। শীর্ষ পর্যায়ের সফরের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ৩০ মে দিল্লিতে বৈঠকে বসার কথা ছিল। সে বৈঠকে প্রধানমন্ত্রীর সফরের এজেন্ডা চূড়ান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর ছাড়াও দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, পানি, কানেক্টিভিটি, সীমান্ত, আঞ্চলিক সহযোগিতাসহ অন্যান্য নতুন ক্ষেত্র নিয়ে দুই পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

বিজনেস আওয়ার/২৮ মে, ২০২২/ এস এইচ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: