বিজনেস আওয়ার প্রতিবেদক : নেপালে মাঝ আকাশে ২২ যাত্রী বিমান নিখোঁজ হয়েছে। হিন্দুস্তান টাইমস জানায়, যাত্রীদের মধ্যে রয়েছেন ৪ জন ভারতীয়, ৩ জন জাপানি নাগরিক।
রবিবার (২৯ মে) সকালে উড্ডয়নের পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির সঙ্গে। নেপালের পোখরা থেকে জমসমের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি।
খবরে বলা হয়, রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে রওনা দেয় বিমানটি। ওড়ার কিছুক্ষণের মধ্যে বিমানটি রাডারের বাইরে চলে যায়। পরে বিমানটি খুঁজতে একটি সেনা হেলিকপ্টার পাঠানো হয়।
বিজনেস আওয়ার/২৯ মে, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: