বিজনেস আওয়ার প্রতিবেদকঃ অবশেষে খোঁজ মিলল নেপালে নিখোঁজ সেই বিমানের ধ্বংসাবশেষের। রবিবার সকালে নেপালে ২২ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল বিমানটি। মুস্তাঙ্গের লার্জুঙ্গে উদ্ধার হয়েছে ধ্বংসাবশেষ।
ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান কর্মকর্তা বলেছেন, বিমানের আরোহীদের ব্যাপারে এখনও নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। তারা বেঁচে আছেন কি না সেটি এখনও নিশ্চিত নয়। তবে দুর্ঘটনাস্থলের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্থানীয়দের বরাত দিয়ে দেশটির সেনাবাহিনী বলেছে, তারা এয়ারের বিমানটি মুসতাং জেলার মানপতি হিমালের লামচে নদীর মুখে বিধ্বস্ত হয়েছে। সেনাবাহিনীর মুখপাত্র নারায়ণ সিলওয়াল বলেছেন, স্থল এবং আকাশ পথ ব্যবহার করে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছে সেনাবাহিনী।
ধ্বংসাবশেষ চিহ্নিত হলেও এখনও উদ্ধারকারী দল পাঠানো যায়নি। খারাপ আবহাওয়ার কারণে নামানো যাচ্ছে না হেলিকপ্টার। বিমানের কোনও যাত্রীই সম্ভবত বেঁচে নেই। পায়ে হেঁটে দুর্ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে একটি উদ্ধারকারী দল।
জানা গেছে, সকাল ৯টা ৫৫ মিনিটে পোখরা থেকে জমসমের উদ্দেশে রওনা দেয় তারা এয়ারের ছোট বিমানটি। তাতে ২২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে চার জন ভারতীয়, তিন জন জাপানের বাসিন্দা, তিন জন বিমানকর্মী এবং স্থানীয় কিছু মানুষ। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এর আগে, রোববার সকালের দিকে ৪ ভারতীয়, তিন জাপানি নাগরিকসহ ২২ আরোহীকে নিয়ে তারা এয়ারের ৯৯-এনএইটি বিমানটি নিখোঁজ হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, পোখারা থেকে জমসমের উদ্দেশে উড্ডয়নের ১০মিনিট পর সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আগ মুহূর্তে বিমানটি মুসতাং জেলার লেতে এলাকার আকাশে ছিল।
মুসতাংয়ের প্রধান জেলা কর্মকর্তা নেত্র প্রসাদ শর্মা টেলিফোনে এএনআইকে নিশ্চিত করে বলেছেন, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি মুসতাংয়ের জমসমের আকাশে ছিল এবং তারপরে মাউন্ট ধৌলাগিরির দিকে মোড় নেয়। এরপর বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বিজনেস আওয়ার/ ২৯ মে, ২০২২/ এস এইচ