বিজনেস আওয়ার প্রতিবেদক : ২২ জনকে বহনকারী একটি বিমানের ধ্বংসাবশেষ সোমবার একটি নেপালের পাহাড়ে ছড়িয়ে-ছিটানো অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। তবে কাউকে জীবিত পাওয়া যায়নি। এর মধ্যে ১৪ লাশ উদ্ধার হয়েছে।
সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্লেনটির ধ্বংসাবশেষের ছবি শেয়ার করেছেন নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল নারায়ণ সিলওয়াল। খবর কাঠমান্ডু পোস্টের।
তারা এয়ারের টার্বোপ্রপ টুইন অটার উড্ডয়নের ২০ মিনিট পর অবতরণের নির্ধারিত সময়ের ঠিক আগে গভীর নদীর গিরিখাত এবং পাহাড়ের চূড়ায় উড়ে যাওয়ার সময় বিমানবন্দর টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সেনাবাহিনী জানিয়েছে, বিমানটি মোস্তাং জেলার সানোসওয়্যারে পাহাড়ি শহর জোমসোমের কাছে বিধ্বস্ত হয়। এটি কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে পোখারা রিসোর্ট শহর থেকে উড্ডয়ন করেছিল।
বিজনেস আওয়ার/৩০ মে, ২০২২/কমা