বিজনেস আওয়ার প্রতিবেদক : ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র, যা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে। আর এই সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বাংলাদেশের জনগণকেই এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার (৩১ মে) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টকে এ কথা বলেন তিনি।
পিটার হাস বলেন, ভয়ভীতিহীন সাংবাদিকতা সম্পর্কে যুক্তরাষ্ট্র সব সময় উৎসাহ দিয়ে থাকে। বাংলাদেশে ও যুক্তরাষ্ট্র আগামী ৫০ বছরে সম্পর্ক এগিয়ে নিতে কাজ করে যাবে, যেভাবে গত ৫০ বছর কাজ করে গেছে।
পিটার হাস আরো বলেন, র্যাব পুনর্গঠন করা হলে তাদের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠতে পারে। আমরা র্যাবকে সন্ত্রাসবাদ মোকাবিলায় কার্যকর একটি বাহিনী হিসেবে দেখতে চাই। তবে তাদের মৌলিক মানবাধিকারও মেনে চলতে হবে।
অনুষ্ঠানে ডিক্যাব সভাপতি রেজাউল করিম লোটাস, সাধারণ সম্পাদক এ কে এম মঈন উদ্দিন বক্তব্য রাখেন।
বিজনেস আওয়ার/৩১ মে, ২০২২/কমা