বিজনেস আওয়ার প্রতিবেদকঃ এবার সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক হিসাবে দেখা যাবে দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে। উৎসবের ১২টি শাখার সিনেমার মূল্যায়ন করবেন তিনি। উৎসব চলবে আগামী ৮ থেকে ১৯ জুন পর্যন্ত।
ফারুকীর সঙ্গে বিচারক হিসেবে আরও থাকছেন প্রশংসিত অভিনেতা-পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া); বাফটা-মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ারবিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।
চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘স্ক্রিন হাব’কে উৎসবের পরিচালক নাশেন মুডলি জানান, ২০২২ সালের এ আয়োজনে জুরিদের পাঁচ জন পেশাদার চলচ্চিত্র নির্মাতা ও কুশলী। ১৩ বছর ধরে অস্ট্রেলিয়ায় হয়ে আসছে সিডনি চলচ্চিত্র উৎসব। এবার ১২ শাখায় পুরস্কার দেওয়া হবে।
বিজনেস আওয়ার/ ৩১ মে, ২০২২/ এস এইচ