1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
কেকে’র মৃত্যুর ঘটনায় মামলা
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন

কেকে’র মৃত্যুর ঘটনায় মামলা

  • পোস্ট হয়েছে : বুধবার, ১ জুন, ২০২২
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : মঞ্চে অসুস্থ হয়ে ভারতের সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের (কেকে) মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বুধবার (১ জুন) সকালে কেকে’র মৃত্যুর ঘটনায় কলকাতার নিউ মার্কেট থানায় মামলাটি করেন তার সঙ্গীরা। ভারতীয় বার্তা সংস্থা আনন্দবাজার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

আনন্দবাজার সূত্রে জানা যায়, কেকে কলকাতায় এসে নিউ মার্কেট সংলগ্ন এলাকার যে হোটেলে ছিলেন, সেই হোটেলের ম্যানেজারকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কলকাতায় অনুষ্ঠান করতে আসা গায়কের সঙ্গে তার যে সঙ্গীরা এসেছিলেন, তারাই অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছেন নিউ মার্কেট থানায়। সেই অভিযোগ পেয়েই তদন্ত নেমেছে নিউ মার্কেট পুলিশ। হোটেলের অনেককেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে দেখছে পুলিশ।

কৃষ্ণকুমার কুন্নাথ মঙ্গলবার (৩১ মে) রাতে কলকাতায় মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর।

এদিন তিনি গুরুদাস বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। সেখানে নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত কলকাতা সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজনেস আওয়ার/০১ জুন, ২০২২/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ