বিজনেস আওয়ার প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় বুধবার (১ জুন) সেন্ট ফ্রান্সিস হাসপাতালে এই ঘটনা ঘটে।
সিএনএন জানায়, সেন্ট ফ্রান্সিস হাসপাতাল ক্যাম্পাসের চিকিৎসকদের কার্যালয় নাটালি মেডিক্যাল বিল্ডিং থেকে বিকেল ৪টা ৫২ মিনিটে গোলাগুলির খবর পায় পুলিশ।
টুলসার উপপুলিশ প্রধান জনাথন ব্রুকস সেন্ট ফ্রান্সিস ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, বন্দুকধারীর পরিচয় বের করার চেষ্টা করছে পুলিশ। তার বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারীর হাতে রাইফেল ও পিস্তল ছিলো।
জনাথন ব্রুকস বলেন, গোলাগুলির খবর পাওয়ার তিন মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাঁচ মিনিটের মধ্যেই হামলাকারীকে শনাক্ত করে তারা।
বিজনেস আওয়ার/০২ জুন, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: