বিজনেস আওয়ার প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৯ লাখ ৫৩ হাজার ৫৬৩ জন। শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা না যাওয়ায় মৃত্যু সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৮ জন রোগী। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৩৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশমিক ৪২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৮২ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।
বিজনেস আওয়ার/ ০২ জুন, ২০২২, এস এইচ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: