বিনোদন ডেস্ক : টাকার জন্য সান্নিধ্য বিক্রি করাই হলো নীলার পেশা। বিভিন্ন ধরনের রোগী আসে সাইকিয়াটিস ডা.আয়াজের চেম্বারে। একদিন নীলা ভুল করে ঢুকে পড়ে তার চেম্বারে। আর এ নিয়ে ঘটে নানান ঘটনা। এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘সান্নিধ্যের গল্প’।
নাটকটির কেন্দ্রীয় চরিত্রে চরিত্রে অভিনয় করেছেন মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নাটকটি পরিচালনা করেছেন রাকেশ বসু। সম্প্রতি রাজধানীর কাঁঠাল বাগানের একটি বাড়ীতে নাটকটির শুটিং শেষ হয়েছে।
নাটকটি প্রসঙ্গে সারিকা বলেন, ব্যতিক্রমী গল্পের নাটকের অভিনয়ের সুযোগ কমই মেলে। ‘সান্নিধ্যের গল্প’ তেমনই একটি ব্যতিক্রমী নাটক। এতে আমি সান্নিধ্য বিক্রি করা এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি নীলা চরিত্রটি দর্শকদের ভালো লাগবে।
নির্মাতা সুত্রে জানা গেছে, সারিকা সাবরিন ও ইরফান সাজ্জাদ ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাফিসা কামাল ঝুমুর, সূচনা সিকদারসহ অনেকে। আসছে ঈদুল আজহায় একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।
বিজনেস আওয়ার/২৬ জুলাই, ২০২০/এ