বিজনেস আওয়ার প্রতিবেদকঃ ২০২১-২২ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ জুন) সকাল ১১ টা থেকে শুরু হয় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। ঢাকা ও ঢাকার বাইরে ৭টি বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে জানানো হয়, সারাদেশে সব কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো অনিয়মের খোঁজ পাওয়া যায়নি।
ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য নির্ধারিত এই ইউনিটে মোট আসন রয়েছে ৯৩০টি। এর বিপরীতে ৩০ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছেন। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে ৩৩ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নেন।
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে ক্যাম্পাসের প্রবেশপথ ও বিভিন্ন জায়গায় রোভার স্কাউট এবং বিএনসিসিসহ স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।
বিজনেস আওয়ার/ ০৩ জুন,২০২২/ এসএইচ