বিজনেস আওয়ার প্রতিবেদক : রাজধানীর শ্যামলীতে ঢাকা ব্যাংকের কর্মকর্তা আসাদুজ্জামান পল্লবের বাসায় দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ জুন) এই চুরির ঘটনা ঘটে। চোরেরা বাসা থেকে প্রায় ১৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
চুরির ঘটনার পর রাজধানী শেরেবাংলা থানায় এজহার দায়ের করা হয়েছে।
এজহারে উল্লেখ করা হয়, পরিবারের এক সদস্যকে ডাক্তার দেখাতে দুপুর দেড়টার দিকে বাসা তালা দিয়ে হাসপাতাল যায় পল্লবের স্ত্রী। ফিরে এসে দেখেন দরজার তালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে স্বণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
এতে আরো বলা হয়, পল্লবের স্ত্রীর ব্যবহৃত সোনার বালা, গলার হার, গলার চেইন, আংটি, কানের দুলসহ প্রায় ২০ ভরি স্বর্ণ যার বাজার মূল্য ১৬ লাখ টাকা এবং নগদ এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়।
বিজনেস আওয়ার/০৪ জুন, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: