বিজনেস আওয়ার প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ‘হাইড্রোজেন পারক্সাইড’ নামের বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রবিবার (৫ জুন) সকালে ঘটনাস্থল থেকে ফায়াস সার্ভিসে কর্মকর্তারা জানান, কনটেইনারে একই সঙ্গে দাহ্য পদার্থ ও গামেন্টস আইটেম থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-পরিচালক আনিসুর রহমান বলেন, কনটেইনার ডিপোটিতে হাইড্রোজেন পারক্সাইড নামে বিপুল পরিমাণ কেমিক্যাল রয়েছে। তবে নিশ্চত হওয়া যায়নি আগুনের সূত্রপাত সম্পর্কে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কিছুক্ষণ পরপর ভেতর থেকে বিস্ফোরণের শব্দ আসছে।
বিজনেস আওয়ার/০৫ জুন, ২০২২/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: