বিজনেস আওয়ার প্রতিবেদকঃ গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পর ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার (৫ জুন) বিকেল ৩টা থেকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রংপুরগামী একটি তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশের সামনে। এতে ঢাকামূখী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (০৫ জুন) দুপুর সাড়ে ১২ টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম।
রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুরগামী মালবাহী ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় অতিক্রম করছিল। এ সময় ট্রেনের পেছনের ৪টি বগি লাইনচ্যুত হয়। পরে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ থাকে। এছাড়া রাজবাড়ী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী দল ট্রেনটি লাইনে তুলতে সক্ষম হয়। এরপর বিকেল ৩টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিজনেস আওয়ার/০৫ জুন, ২০২২/ এস এইচ